ম্যাজিস্ট্রেটের নিরব ভূমিকা : সাংবাদিক লাঞ্ছিত, মাটি চুরির অভিযোগে চাঞ্চল্যকর তথ্য দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ খোকা চৌধুরী।। কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। গত ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর তাম্বুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলেও কাউকে আটক করেননি এবং কোনো জরিমানা আরোপ করেননি। পরবর্তীতে দৈনিক স্বাধীন সংবাদ-এর কুমিল্লা জেলা ব্যুরো চিফ রিপোর্টার এটিএম মাজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। অভিযানের সময় গোপন সংবাদে জানা যায়, ভৈষখলা এলাকায় আরেকটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধ মাটি উত্তোলন চলছে। সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিক মাজহারুলকে সাথে নিয়ে ভৈষখলা এলাকায় অভিযানে যান। তবে সেখানে উপস্থিত স্থানীয় জনগণ এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা শুরু করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনতা অসংলগ্ন মন্তব্য করতে থাকে এবং সাংবাদিকের আইডি কার্ড না থাকায় তাকে দীর্ঘসময় আটক রাখা হয়। পরে তার ভাই আইডি কার্ড নিয়ে এলে তাকে মুক্তি দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, বরকইট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম চান্দিনা ভূমি অফিসে কাজ করছেন এবং ভৈষখলার ড্রেজার ব্যবসায়ীদের সাথে আঁতাত করে অবৈধ ড্রেজার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সিদ্দিক হাজী ও শামীম, যারা কিশোর গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে পুরো এলাকায় অবৈধ মাটি উত্তোলনের কাজ চালাচ্ছেন। কুমিল্লা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, “সহকারী কমিশনার (ভূমি) এ ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” সহকারী কমিশনার (ভূমি)-এর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: