শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ছোট নদীর খনন কাজ অচিরেই শুরু করা হবে;পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৪ মোঃ আরিফুল ইসলাম, শাহজাদপুর। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ছোট নদী পূণরুদ্ধারে অচিরেই খনন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার দুপুরে শাহজাদপুরের অন্যতম পোতাজিয়া বহুমুখি উ”চ বিদ্যালয়ের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ থেকে শাহজাদপুরের কাছারিবাড়িতে বর্ষায় নৌকায় যাতায়াত করতো এই ছোট নদী দিয়ে।তাই তার এ স্মৃতি সংরক্ষণে অতি দ্রæত সময়ের মধ্যে নদী খননের ব্যব¯’া নিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শাহ আজম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও পোতাজিয়া বহুমুখি উ”চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. সাজ্জাদ হায়দার লিটন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপ¯ি’ত ছিলেন,শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান প্রমুখ। এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ দিন সকালে চৌহালি উপজেলার বেতিল স্পার বাঁধের সংস্কার কাজ ও শাহজাদপুর উপজেলার খুকনি,জালালপুর ও কৈজুরি ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গণ কবলিত গ্রামগুলি নৌপথে স্প্রিডবোডে ঘুরে দেখেন ও ভাঙ্গণ কবলিত অসহায় মানুষের সাথে কথা বলেন। এ সময় উপ¯ি’ত সবার উদ্দেশ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন- এনায়েতপুর স্পার বাঁধের কাজ চলতি বছর এপ্রিল মাসের আগেই শেষ করা হবে। এছাড়া গাণিতিক সার্ভে করে শাহজাদপুর উপজেলার জালালপুর-হাটপাচিল পর্যন্ত ভাঙ্গণরোধে আগামী কাল থেকে বালু ভর্তি ১০ হাজার টিউবব্যাগ ফেলার কাজ শুরু করার নির্দেশ দেন সংষিøষ্ট প্রকৌশলীকে। এছাড়া ব্রহ্মণগ্রাম হতে হাটপাচিল পর্যন্ত যমুনা নদীর ৬৩০ কোটি টাকা ব্যয়ে ডানতীর রক্ষা বাঁধের কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ হবে। এ কাজ শেষ হলে এ অংশে আর কোনো ভাঙ্গণ থাকবে না। এ সময় সেখানে উপ¯ি’ত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (চৌহালি-বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভ‚ইয়া, উত্তর-পশ্চিামাঞ্চলের তত্ত¡বধায়ক প্রকৌশলী জহিরুল ইসলাম, বগুড়া পওর সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ¯’ানীয় আওয়ামীলীগবৃন্দ। SHARES জাতীয় বিষয়: