বগুড়া কাহালুতে ১৬০ পিচ টেপেন্টাডল টেবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ মোঃ আবু সাঈদ।। গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার সম্মানিত অফিসার ইনচার্জ এ-র নেতৃত্বে এএসআই মোঃ মোজাম্মেল হক, এএসআই মোঃ শাহিবুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহিদুল@ শহিদুল আকন্দ (৪০), পিতাঃ মৃতঃ রিয়াজ উদ্দিন আকন্দ, সাং- সাঘাটিয়া নয়াপাড়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়াকে ১৬০ (একশত ষাট) পিচ মাদক দ্রব্য টেপেন্টাডল টেবলেট সহ কাহালু থানাধীন কাহালু পৌরসভার অন্তর্গত কাহালু চারমাথা সিএনজি ষ্টেন্ড এর পার্শে জনৈক মোঃ মোস্তাকিম এর মুদির দোকানের সামনে হইতে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। আসামীকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: