শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪ মোঃ মুরাদ মিয়া।শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ বিভাগীয় পর্যায় (ঢাকা বিভাগ-নক আউট পর্ব) খেলার উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ২৭ এপ্রিল শনিবার সকাল ৯টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফেলুন উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদ। আম্পায়ার হাকিম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। বক্তব্য শেষে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে, দল গুলো হচ্ছে- ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যারয়, কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের জাগির উচ্চ বিদ্যালয়, নরসিংদীর সাতীপাড়া কলি কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ। প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় বনাম কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, জেলা আম্পায়ারবৃন্দ, ওইসব স্কুলের খেলোয়ারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। SHARES খেলাধুলা বিষয়: