জাল ভোট দেওয়ার অপরাধে কিশোর আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ৯, ২০২৪ মোঃ জাহাঙ্গীর আলম।ঠাকুরগাঁও এর বালিয়াডাজ্ঞী উপজেলায় জাল জাল ভোট দেওয়ার অপরাধে রাকিবুল ইসলাম(১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত রাকিবুল ইসলাম বালিয়াডাংগী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। বুধবার (৮ মে) সকাল ১১ টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নং বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অপরাধে উক্ত ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব নাজমুল হোসেন কতৃক আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দায়িত্বরত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব রাজিব কুমার।তিনি জানান, জাল ভোট দেওয়ার অপরাধে রাকিবুল ইসলাম নামের একজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। SHARES জেলা/উপজেলা বিষয়: