কেন্দুয়ায় আচরণ বিধি লঙ্ঘনে মুচলেকা দিলেন সহকারী শিক্ষক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাট্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: তানভীর আহমেদকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করা হয়েছে ।

রবিবার (১৯ মে) উপজেলার চিরাং ইউনিয়নের নামধর বাট্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: তানভীর আহমেদ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন ভূঁঞার পক্ষে ফেইসবুকে নির্বাচনী প্রচারণা করেন । যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন । এ বিষয়ে আচরণ বিধি রক্ষার্থে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন উক্ত বিষয়টি আমলে নিয়ে উক্ত ব্যাক্তিকে ডেকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরণের কাজ করবেন না মর্মে মুচলেকা সম্পাদন করেন ঐ সহকারী শিক্ষক ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, কোন সরকারী কর্মচারী কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রাচারণায় অংশগ্রহণ করতে পারেন না এবং ২০১৬ (সংশোধিত ২০২৪) এর ধারা ৫(ক) এর লঙ্ঘন ।