চাটখিলে ধান কাটার মেশিনে শিশু মৃত্যুর ঘটনায় পলাতক চালক গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪

মোঃ হানিফ।চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশু মৃত্যুর ঘটনার ৩৪দিন পর   চালক কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত মো. আবু ছিদ্দিক (৪৭) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের মো. সুফির ছেলে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ (সিপিসি-৩)  নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।এসময় তিনি জানান, গত ২২ এপ্রিল চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামে ধান কাটতে গিয়ে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস নিহত হয়।

তখন ভিকটিমের অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চালক মো. আবু ছিদ্দিক পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের বাবা হেলাল হোসেন (৪৫) বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন। ঐ মামলায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব জানতে পারে আবু ছিদ্দিক তেমুহনী এলাকায় অবস্থান করছে। র‌্যাব তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাটখিল থানায় হস্তান্তর করে।