মহান স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসমাগম এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ ২১ মার্চ শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর তিনি এই পরামর্শ দিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘করোনা ভাইরাসের ব্যাপারে দেশবাসীকে সচেতন থাকতে হবে, তবে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।’

একই সঙ্গে করোনার কারণে খাদ্য সংকট হবে এমনটা ভেবে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছড়াও দেশ ও জাতির স্বার্থে প্রবাসীদের কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।