যে প্রবাসীরা আইন মানেন না তারা ‘কুলাঙ্গার’

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে বিদেশ থেকে ফেরা প্রবাসীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় আশকোনা হজ ক্যাম্পে৷

কিন্তু অব্যবস্থাপনার কারণে সেখানে থাকতে রাজি হননি তারা৷ এক পর্যায়ে পিছু হটে কর্তৃপক্ষ৷ তাদেরকে সেই দিনই বাড়িতে যেতে দেয়া হয়৷

প্রবাসীর সমালোচনা করে ডয়চেভেলেকে এক সাক্ষাৎকার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন৷ তিনি বলেছেন, বাংলাদেশের আইন মানি না,কোয়ারান্টাইনে থাকবেন না৷ আমি মনে করি, এই গুটিকয় প্রবাসী কুলাঙ্গার।

করোনা মোকাবিলায় বাংলাদেশ কি স্বয়ংসম্পূর্ণ এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা নিজেরাই করছি যা করা দরকার, সরকার সবই করতে বদ্ধপরিকর৷

বাংলাদেশ ব্যাপকভাবে আক্রান্ত হলে সামাল দেওয়ার সামর্থ আছে কি এর জবাবে মন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত৷ তবে ব্যাপক হলে আমাদের সমস্যা হবে৷ আমাদের সবকিছুরই সীমাবদ্ধতা আছে৷ এটা তো হোম-গ্রোন ভাইরাস না৷ তাই যারা এটা নিয়ে আসতে পারেন, তাদের মনিটরিংয়ে রাখতে চাচ্ছি৷ আমরা সাড়ে ১৬ কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করে তাদের ধৈর্য্য্ ধরার চেষ্টা করতে বলেছি৷ কিন্তু তারা অনেকেই এটা মানতে চাচ্ছেন না৷

প্রবাসীদের আগে আপনি ‘নবাবজাদা’ বলেছেন৷ আজ যারা আইন মানেন না ,তাদের ‘কুলাঙ্গার’ বললেন, এই ধরনের মন্তব্য কি ঠিক হয়েছে?

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আইন মানেন না, যারা আমাদের লোকজনকে বাজেভাবে গালিগালাজ করেছেন, পিটাপিটি করেছেন৷ আমি প্রবাসীদের বলিনি নবাবজাদা৷ এই ১৪২ জনের মধ্যে ১৫-২০ জন৷ তারা আমাদের এই ব্যবস্থা মানেন না৷ তাহলে টাকা দেন, ভালো জায়গায় নিয়ে যাবো৷ তাদের এই ধরনের ব্যবহার দুঃখজনক৷ প্রবাসীরা এদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত৷ কারণ, তারা প্রবাসীদের বদনাম করেছেন৷ আমি নিজেও একজন প্রবাসী৷ এটা আমার খারাপ লেগেছে৷ আমরা এই ধরনের ব্যবহার কখনোই করি না৷

শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪। এবং এই প্রাণঘাতী ভাইরাসে প্রাণ হারিয়েছে ২ জন।