করোনাভাইরাসে আক্রান্ত বলে অপবাদ দেয়ায় আত্মহত্যা করল যুবক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত বলে অপবাদ দেয়ায় জাহিদুল ইসলাম (৩৬) নামে যুবক আত্মহত্যা করেছেন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। বুধবার (২৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম গত দেড় মাস ধরে ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই থেকে তিন দিন আগে তিনি গ্রামের বাড়ি রামচন্দ্রপুরে আসেন। হাঠাৎ সর্দি-জ্বরে আক্রান্ত হলে তাকে এলাকার লোকজন করোনায় আক্রান্ত বলে সন্দেহ করে। এলাকার লোকজনের এই অপবাদ সইতে না পেরে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। বুধবার সকালে গাছে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বলছে- করোনাভাইরাসে আক্রান্ত বলে অপবাদ দেয়ায় জাহিদুল আত্মহত্যা করেছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে। SHARES জেলা/উপজেলা বিষয়: