বগুড়া শেরপুরে মোটরসাইকেলে চোর আটক।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

মামলার বাদী অত্র মামলার বাদী গত মঙ্গলবার সকাল আনুমানিক ৬ টায় তাহার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-বগুড়া-ল-১৩-৫৪৬৪ শেরপুর পৌরসভার কোর্টপাড়া গ্রামস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন আহলে হাদিস মসজিদে নামাজ আদায় করার জন্য যায়। মোটর সাইকেলটি উক্ত মসজিদের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপরে রাখেন। বাদী ফজরের নামাজ আদায় শেষে একই দিন সাড়ে ৬ টায় মোটর সাইকেল রাখার স্থানে মোটর সাইকেলটি চুরি হয়েছে। পরবর্তীতে বাদী তাহার চুরি যাওয়া মোটর সাইকেলটি খোঁজাখুজি পর মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ মইনুল ইসলাম মামলাটি তদন্তভার গ্রহন মোটর সাইকেল উদ্ধারের নিমিত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শেরপুর থানার ধুনট মোড় সিএনজি ষ্ট্যান্ড থেকে গ্রেফতারকৃত রফিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি, মোঃ রফিক (৪৫), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-কলাতলী (গলবাড়ী), থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়। আসামীর হেফাজত থেকে পাওয়া বাদীর চুরি যাওয়া বর্ণিত মোটর সাইকেলটি উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অন্যান্য আসামী পালিয়ে যায়। তদন্তকালে জানা যায়, ধৃত আসামী আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য। অন্যান্য সহযোগীসহ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মোটর সাইকেল চুরি করিয়া আসিতেছে। মামলার তদন্ত চলিতেছে।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া দেখা যায়, ধৃত আসামী মোঃ রফিক এর বিরুদ্ধে ১।ডিএমপি এর গুলশান থানার এফআইআর নং-৩৩/৩৩, জিএমপি এর গাছা থানার এফআইআর নং-১৩, জিআর নং-৩৯, জিএমপি এর টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-২০/৩৩৫, ত জিএমপি এর সদর থানার এফআইআর নং-৩৫, জিআর নং-৮৮, ডিএমপি এর ভাষানটেক থানার এফআইআর নং-১১/১১, ডিএমপি এর ভাষানটেক থানার এফআইআর নং-১২, তারিখ- ২৬/০১/২০১৪; ৭। ডিএমপি এর কাফরুল থানার এফআইআর নং-৩৬, কিশোরগঞ্জ এর করিমগঞ্জ থানার এফআইআর নং-১০, পেনাল কোড-১৮৬০, কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার এফআইআর নং-১৪, জিএমপি এর কাশিমপুর থানার এফআইআর নং-১৭, জিআর নং-১৭, মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।