ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫ মোঃ সাইফুল ইসলাম।। ব্রাহ্মণবাড়িয়ার সিমান্ত এলাকার আখাউড়ায় শনিবার দিবাগত রাতে পুলিশের অভিযানে রান্নাঘরের গর্ত থেকে-১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় কামাল ভূঁইয়া (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে রবিবার (১৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে-১০ টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি টিনশেড দোচালা ঘর, যেটি রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে সেখানে গর্তে লুকিয়ে রাখা-১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কামাল নামের একজনকে ও আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করা হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: