পরীক্ষার খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫ এইচ এম হক।। সিরাজগঞ্জের এনায়েতপুরে সংঘটিত এক নির্মম ও ন্যক্কারজনক ঘটনায় কাঁদছে একটি পরিবার, থমকে গেছে একটি স্কুল, আর বিস্ময়ে স্তব্ধ পুরো এলাকা। শুধুমাত্র পরীক্ষার খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের পিটুনিতে প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেন (১৬)। এই বর্বর ঘটনায় নিহতের পরিবার সহপাঠীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নিহত ইমন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নে ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে। সে স্থানীয় খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্র এবং চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কয়েকজন সহপাঠী ইমনের কাছে পরীক্ষার খাতা দেখতে চায়। মেধাবী ছাত্র ইমন নকল করতে না দেওয়ার মনোভাব থেকে তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সহপাঠীরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পরদিন শুক্রবার বিকেলে ইমনের ঘনিষ্ঠ বন্ধু পরিচয়ে একই গ্রামের সহপাঠী রাজিম ও রাব্বি তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে পার্শ্ববর্তী বেলকুচি থানার দৌলতপুর নতুন পাড়ায় নিয়ে গিয়ে কয়েকজন মিলে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইমনকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিছুটা সুস্থ হলে গত বুধবার তাকে বাড়িতে আনা হয়, কিন্তু শারীরিক অবস্থার আবারও অবনতি হলে শুক্রবার ভোররাতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে সে মৃত্যুবরণ করে। এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন ইয়াজদানী জানান, “নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মারধরের স্থান বেলকুচি থানার আওতাধীন, তাই সেখানেই মামলার কার্যক্রম শুরু হবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।” ইমনের শোকাহত পিতা ইমদাদুল মোল্লা বলেন, “আমার ছেলেকে মেধাবী হওয়ার কারণে এভাবে প্রাণ দিতে হলো। যারা এটা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।” এই ঘটনা শুধু একজন ছাত্রের মৃত্যু নয়, বরং এটি আমাদের সমাজে শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিকতা ও আইন-শৃঙ্খলার ভয়াবহ অবক্ষয়ের প্রতিফলন। এমন ঘটনা যেন আর কোনো শিক্ষার্থীর জীবনে না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতন ও সক্রিয় হতে হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: