হোমনায় আওয়ামিলীগে আবারও বিভাজন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

আনোয়ার আহমেদ।অদ্য ২৩-০৬-২০২৪ ইং রবিবার বাংলাদেশ আওয়ামিলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমুহের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে এই দিবসটি কুমিল্লার হোমনা উপজেলায়ও পালিত হয়।

তবে পরিলক্ষিত হয় যে দুই গ্রুপে বিভক্ত হয়ে বর্তমান উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের গ্রুপ ও বর্তমান সাধারণ সম্পাদক জনাব এ কে এম সিদ্দিকুর রহমান আবুল সাহেব তাঁর গ্রুপ নিয়ে আলাদা আলাদা  প্রতিষ্ঠা বার্ষিকি পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক  এক গ্রুপে থাকলেও সদ্য উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এই ভাঙ্গনের সূত্রপাত ঘটে।
হোমনায় আওয়ামীলীগের এটি একটি চলমান প্রক্রিয়ার রূপান্তরিত  হয়েছে। পূর্বে সাবেক এম পি সেলিমা আহমাদ আর বর্তমান এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব গ্রুপে বিভক্ত ছিল।
বিজ্ঞ জনেরা মনে করছেন ভোটের রাজনীতিতে আঞ্চলিক ভাবে আওয়ামিলীগ এমনিতেই দুর্বল, তার উপর একের পর এক দলীয় কোন্দলে দলের সাংগঠনিক কার্যক্রম যেমন ব্যহত হচ্ছে তেমনি জনপ্রিয়তাও হ্রাস পাচ্ছে।