২৯১ জামালপুর বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা কর্মকর্তার মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

মো:শান্ত রহমান।আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেছে সেনা কর্মকর্তা মেজর সারোয়ার মোর্শেদ।

শুক্রবার (৯ আগষ্ট) বিকালে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদ গনমিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেজর সারোয়ার মোর্শেদ বলেন,এ এলাকা আপনাদের, এলাকার শান্তি- শৃঙ্খলা,সম্প্রীতি বজায় রাখা, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ আপনাদেরই দায়িত্ব। আমরা এসেছি আপনাদের সেবা করতে, আজকের মতো সবসময় আপনাদের সহযোগিতা পাবো সে আমার বিশ্বাস। সবার সহযোগিতায় আমরা আমাদের প্রিয় দেশকে গড়ে তুলবো।

তিনি বলেন, জাতির এ দুঃসময়ে আজকের এ বিশেষ সভায় সকল রাজনৈতিক দল,সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ দেকে সত্যি আমি আনন্দিত। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তুহিনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, বকশীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষাথী ও সাংবাদিকবৃন্দ